পোস্টগুলি

নভেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

ছবি
  আরিফুল ইসলামঃ পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী বছরের ৫ জানুয়ারি ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (২৭ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের ৯০তম সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি বুধবার। এর আগে গত, ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে এক হাজার ইউপি নির্বাচন। আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে ৮৪০টি ইউপি নির্বাচন। প্রসঙ্গত, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এরমধ্যে প্রায় চার হাজার ইউপিতে নির্বাচন অন

কুমিল্লার তিতাসে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার করা উদ্দেশ্য ভাড়াটিয়া অনুপ্রবেশের সময় আটক

ছবি
  কুমিল্লার তিতাসে কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার উদ্দেশ্যে ভাড়াটিয়া অনুপ্রবেশের সময় আটক আরিফুল ইসলাম তিতাস উপজেলা প্রতিনিধিঃ কুমিল্লা তিতাস উপজেলা কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্রপ্রার্থীর জনাব ইব্রাহিম সরকারের ওপর হামলার উদ্দেশ্য নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাসী অনুপ্রবেশের সময় একটি মাইক্রোবাস আটক। স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম সরকারের নির্বাচনী উঠান বৈঠকের যাওয়ার সময় দড়ি মাছিমপুর খোকন বেপারির বাড়ির কাছে একটি  মাইক্রোবাস সন্দেহজনক হলে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা সঠিক উত্তর দিতে না পারলে এলাকাবাসী তাদের আটক করেন। আটক কৃত সকলে নেশা গ্রহস্হ অবস্থাথা ছিল এ সময় খানে বাড়ি গ্রামের জুয়াড়ি শফিকের একজন লোক তাদেরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তাকেও আটক করা হয়। এ সময় ইব্রাহিম সরকারের কর্মীসমর্থকরা তাকে মারধোর করার চেষ্টা করলেই ইব্রাহিম সরকার তাতে বাধা দেয়।তারপর তিতাস উপজেলা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে পরে ডিবি পুলিশের সহায়তায় তাদেরকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আটক কৃতরা জুয়ারী শফিকের লোক জুয়ারী শফিকের মাধ্যমে বাহার এদের ভ

কলাকান্দি ইউপি নির্বাচনে আনারস প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী.ইব্রাহিম সরকার

ছবি
  তিতাস প্রতিনিধিঃ আরিফুল ইসলাম সোহেল। কুমিল্লার তিতাস উপজেলার আসন্ন ৫ নং কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন কলাকান্দি  স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ইব্রাহিম সরকার। ৩ নভেম্বর বুধবার বেলা আড়াই টায়  মাছিমপুর বাজার থেকে গণসংযোগ শুরু করে দড়িমাছিমপুর, কলাকান্দি, হাড়াইকান্দি, কালাচান্দকান্দিখানে বাড়ি, আফজলরকান্দি, মীর বহরি গ্রাম হয়ে কলাকান্দি বাজারে এসে এই গণসংযোগ শেষ করেন কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ ইব্রাহিম সরকার। এসময় তিনি বলেন, মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে মাঠ থেকে আমাকে সড়ানো সম্ভব নয়। আমি ইব্রাহিম সরকার এক মাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না। মামলা- হামলা করে মাঠ থেকে আমাকে সড়ানো যাবে না। আগামী ১১ নভেম্বর ভোটের মাধ্যমে তাঁর  জবাব দিবে কলাকান্দি ইউনিয়নের জনগণ। কলাকান্দি ইউনিয়নের জনগণের পাশে ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক এম এ করিম মুন্সী, আব্দুর রব মেম্বার, বাবুল মাস্টার, মাসুক মুন্সী, মোঃ জসিম উদ্দিন, মোঃ বশির আহমেদ, শাহ জালাল মুন্সী, মোঃ কামাল হোসেন, মোঃ আনিস মোল্ল