আসন্ন কলাকান্দি ইউপি নির্বাচনে জনগণের পছন্দের চেয়ারম্যান পদ-প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম সরকার


 এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)থেকেঃ

এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)থেকেঃ


আসন্ন কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের পছন্দের গ্রহণযোগ্য চেয়ারম্যান পদ-প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো.ইব্রাহিম সরকারের নাম মানুষের মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে।তাঁকে ঘিরেই যেনো নানা আলাপ-আলোচনা করছেন কলাকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণ।তাঁরা আছেন তফসীলের অপেক্ষায়।যদিও কলাকান্দি ইউনিয়নের তফসীল এখনো দেয়া হয়নি।তাঁরপরও কমর বেঁধে এই ইউনিয়নের  চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম সরকারের পক্ষে আগাম নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে পড়েছেন তার সমর্থক গোষ্ঠী।সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক খুললেই চোঁখে পড়ে ইব্রাহিম সরকারের ব্যানার-ফেস্টুনী।ওই ব্যানার-ফেস্টুনীতে লেখা থাকে উপজেলা আওয়ামী যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো.ইব্রাহিম সরকারকে নৌকা প্রতিকে কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে পেতে চাই।এদিকে কলাকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের একাধিক মুরব্বীর সূত্রে জানা যায়, কলাকান্দি ইউনিয়ন পরিষদটি রক্ষা করতে হলে ইব্রাহিম সরকারের বিকল্প নেই।তাঁরা বলেন,মানুষরুপি হিংস দানবের দলের কালো থাবায় একের পর এক ঘটনা ঘটছে কলাকান্দি ইউনিয়নে।এই দানবের দলেরা নিরীহ-নিরপরাধ মানুষকে মারধর করাসহ দোকানপাট ভাংচুর করে বিরাট ধরনের ক্ষতিসাধান করছে কলাকান্দি বাজারে।এই হিংস দানবের দলের ভয়ে ঠিকমতো দোকানপাট খোলতে পারেন না কলাকান্দি বাজারের দোকানদাররা।এই হিংস দানবের দলের কালো থাবা থেকে কলাকান্দি ইউনিয়নসাসীকে রক্ষা করার মতো সাহস এক মাত্র ইব্রাহিম সরকারের ছাড়া আর কারো নেই।তাই কলাকান্দি ইউনিয়নবাসীর শান্তির জন্য আমরা ইব্রাহিম সরকারকে নৌকার মনোনয়নে কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে পেতে চাই।অপরদিকে কলাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল নেতা-কর্মীরা জানান,দলমত নির্বিশেষে ইব্রাহিম সরকারের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই ইউনিয়নে।আবালবৃদ্ধা,ছাত্র ও যুব সমাজের মাঝেও ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে তাঁর।দীর্ঘদিন যাবৎ দলের পক্ষে রাজপথে আন্দোলন ও সংগ্রামে সরব ভূমিকা থাকায় ইব্রাহিম সরকার-কে ৫ নং কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় কর্মিরাও চাচ্ছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তিতাসে হত্যা মামলার ৭ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

কুমিল্লার তিতাসে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার করা উদ্দেশ্য ভাড়াটিয়া অনুপ্রবেশের সময় আটক

অযোগ্য ব্যক্তি কে নৌকা দেয়ায় জনসমর্থন না থাকায় ভাড়াটিয়া এনে নির্বাচন করার পরিকল্পনা ক্ষমতালোভী বাহারের।