তিতাসে ১৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩

 তিতাসে ১৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩ 


তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ




কুমিল্লার তিতাসে ১৭২ পিস ইয়াবাসহ ৩ জনকে 

গ্রেপ্তার করেছে পুলিশ।তিতাস থানা সূত্রে জানা যায়, 

তিতাস থানার এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম রাফি সঙ্গীয় অফিসারসহ উপজেলায় মাদক উদ্ধার

ও গ্রেফতারী পরোয়ানা তামিলে বিশেষ অভিযানের ডিউটি কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বেলা ১৭.০৫ ঘটিকার সময় বলরামপুর ইউনিয়নের বড় গাজীপুর সাকিনে গৌরীপুর টু হোমনা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ফকির বাড়ী পারিবারিক কবরস্থানের সামনের পাকা রাস্তার উপর থেকে আসামি মোঃ আবু সাইদ(৪৫)কে ৬৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত মাদক কারবারি আবু সাঈদ উপজেলার বাতাকান্দি সরকার বাড়ির হাজী আব্দুল বাতেনের ছেলে।তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। হোমনা থানায় তার বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে এবং তিতাস থানার একটি মাদকদ্রব্য আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। 

অপর দিকে পৃথক আরেকটি অভিযানে এসআই মোঃ তাজুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ উপজেলায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযানের ডিউটি করাকালীন সময়ে  গোপন সংবাদ প্রাপ্ত  হয়ে বুধবার  সকাল ১০.২৫ ঘটিকার সময় জগতপুর ইউনিয়নের টেগুড়িয়াপাড়া সাকিনে জনৈকা সুফিয়া বেগমের বাড়ীর ভাড়াটিয়ার বসত ঘর থেকে ১০৫ পিস ইয়াবাসহ আসামি মোঃ ফরহাদ(৩৩)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি ফরহাদ জগতপুর ইউনিয়নের টেগুড়িয়াপাড়ার নাছির উদ্দিন ও মোসামৎ নাছিমা আক্তারের ছেলে। বিশেষ আরও একটি অভিযান পরিচালনা করে এএসআই টিটু কুমার সঙ্গীয় ফোর্সসহ  রাত ০২.৪৫ ঘটিকার সময় গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামি মোঃ শামীম (৩৫)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আটককৃত আসামি শামীম উপজেলার তাড়িয়াকান্দি গ্রামের মনু মিয়ার ছেলে।গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তিতাসে হত্যা মামলার ৭ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

কুমিল্লার তিতাসে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার করা উদ্দেশ্য ভাড়াটিয়া অনুপ্রবেশের সময় আটক

অযোগ্য ব্যক্তি কে নৌকা দেয়ায় জনসমর্থন না থাকায় ভাড়াটিয়া এনে নির্বাচন করার পরিকল্পনা ক্ষমতালোভী বাহারের।