অযোগ্য ব্যক্তি কে নৌকা দেয়ায় জনসমর্থন না থাকায় ভাড়াটিয়া এনে নির্বাচন করার পরিকল্পনা ক্ষমতালোভী বাহারের।


 এলাকায় জনসমর্থন না থাকায় ভাড়াটিয়া এনে নির্বাচন করার পরিকল্পনা সন্ত্রাসী সেন্টু।র খুনি বাহারের।


আরিফুল ইসলাম এর প্রতিবেদনঃ

কুমিল্লার তিতাস উপজেলা ৫ নং কলাকান্দি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা অযোগ্য ব্যক্তির হাতে যাওয়ায়
 এলাকাবাসী ক্ষুব্ধ। এই ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের ক্ষোভ চরমে একজন অযোগ্য ব্যক্তির হাতে কিভাবে নৌকা যায় এর জন্য তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সমর্থন শূন্য হওয়ায় বাহার এলাকার মধ্যে পূর্বে তার লোকজনের হামলা মামলা ও হত্যার হুমকি দেয়ায় এবার এলাকাবাসি ও বিভিন্ন রাজনৈতিক পর্যায়ের লোকজন বাহারের এবং তার লোকজনের সন্ত্রাসী কর্মকান্ডে একজোট হওয়ায় সমর্থ শূন্য হয়েছে বাহার। নির্বাচনের পূর্বে দুই যুবক হত্যা চেষ্টা চালায় এই বাহার বাহিনী যদিও ভোক্তভোগীপরিবারের দাবি হত্যা চেষ্টা মূল হুকুম দাতা বাহার চেয়ারম্যান যদিও মামলায় তার নাম নেই তবে তার দুই ভাতিজা খাইরুল,শওন, মদ খোর হেলাল, হেরন, দিকু, ইরন মোহাম্মদ আলী,রমজান, বশির, জাহাঙ্গীর, বাহারের এই সন্ত্রাসী বাহিনীর নামে একাধিক মামলা রয়েছে বলে তিতাস থানায় জানাগেছে। তবে থেমে নেই বাহার বাহিনী নির্বাচনকে ইতিমধ্যে কলাকান্দি বাজারের মাছ ব্যবসায়ী আঃআউয়ালকে একি সন্ত্রাসীরা হামলা চালায় হত্যার উদ্দেশ্যে এতে কলাকান্দি বাজারের ব্যবসায়ীরা একত্রিত হয়ে বাহার বাহিনীর হাত থেকে আঃআউয়ালকে প্রানে বাঁচয় এবং গুরুতর অবস্থায় তিতাস উপজেলা সারকারি হাসপাতালে ভর্তি করান এতে একটি মামলা হয় ঐ মামলায় শাহ আলম হত্যা মামলার সহ একাধিক মামলার আসামী হেরনকে তিতাস থানা পুলিশ আটক করেন। এলাকায় শান্তি কিছুটা আভাস পেলেও  বাহার আসামিদের জামিন করিয়ে আনলে আবার এলাকায় তান্তব সৃষ্টি করে। অবশেষে ইউনিয়ন পরিষদ নির্বচনে নৌকা মনোনীত হয় এতে করে ইউনিয়ন বাসির মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে ইউনিয়ন বাসি একজোট হয়ে ইব্রাহিম সরকারকে সমর্থন করলে হার নিশ্চত জেনে বিভিন্ন্ অপপ্রচার চালাচ্ছে বাহার বাহিনি বাহারের হিন মনস্তান্তিক কতার কারনে সবাই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তবে গোপন এক সূত্রে জানা গেছে বাহারের এই দুরবস্থার জন্য দায়ী হেলাল পতিতার সাথে হাত মিলিয়ে কোন মামলা ছাড়াই দুইবার পুলিশ দিয়ে ধরিয়ে দিতে চায় হেলাল এর সূত্র ধরে একাধিক গাইবি মামলা হামলা চালায় বাহার বাহিনী। তবে নির্বচনকে কেন্দ্র করে জুয়ারি শফিক চান্দিনা থেকে ভাড়াটিয়া আনার গুঞ্জন শোনা গেছে। তবে গোপন সূত্রে আরো একটি খবর জানা গেছে কালাচান্দকান্দি গ্রামের জহির মিয়ার মেয়ের জামাই চান্দিনা থেকে এই বাহারকে লোক এনে দেবে। এই ভাড়াটিয়াদের কথা শুনে এলাকার মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে জনসাধারণের মাঝে।কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ইতিমধ্যেই  জনসাধারণের মাঝে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তিতাসে হত্যা মামলার ৭ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

কুমিল্লার তিতাসে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার করা উদ্দেশ্য ভাড়াটিয়া অনুপ্রবেশের সময় আটক