নির্বাচনকে কেন্দ্র বাহারের সন্ত্রাসী বাহিনীর হত্যার হুমকি


 


কুমিল্লার তিতাসে নির্বাচনকে কেন্দ্র করে বাহার বাহিনীর সন্ত্রাসী তাণ্ডব।

আরিফুল ইসলাম তিতাস থেকেঃ

কুমিল্লার তিতাসে নির্বাচনীয় আধিপত্য বিস্তারের জন্য একের পর এক হামলার শিকার হচ্ছে নিরিহ মানুষ। এ ঘটনা সরজমিনে গিয়ে জানা যায় কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বাহার ক্ষমতার জন্য শাহ আলমের খুনি দের এলাকায় এনে তাদের ব্যবহার করে একের পর এক সন্ত্রাসীকাজ চালিয়ে জাচ্ছে। গোপন সূত্রে জানা যায় শাহ আলমের হত্যার পেছনে বাহার চেয়ারম্যানের হাত আছে পারিবারিক দ্বন্দ্বের কারণে তারই বংশের লোকজন হেরণ ইরণ হারুন আনোয়ার সহ নাম-না-জানা আরও একাধিক লোক মিলে শাহ আলমকে নিঃসংশ ভাবে হত্যা করে এই বাহারের নির্দেশে। বাহারও ক্ষমতার জন্য কলাকান্দি গ্রামের রেজাউল করিম সেন্টুকে বাহার নাসিরের ছত্রছায়ায় থেকে নৃশংসভাবে খুন করে এই বাহার। বাহারের বংশের লোকজনের নামে একাধিক হত্যা লুটপাট ভূমি দখল একাধিক মামলার রয়েছে বাহারের সন্ত্রাসী বাহিনীর নামে। এরই ধারাবাহিকতায় নির্বাচনকে সামনে রেখে পূর্ব শত্রুতার জের ধরে তিতাসের দুই যুবক হত্যার চেষ্টা চালায় বাহারের সন্ত্রাসী বাহিনীরা। এবং একজন মাছ ব্যবসায়ী আঃআউয়ালের বাড়িতে হামলা চালিয়ে ২ লক্ষ টাকা এবং তাঁকে মারধর করে বাড়ি ঘর লুটপার করে বাহারের ছত্রছায়া থেকে একের পর এক সন্ত্রাসী হামলা চালাচ্ছে।এবং লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে তারা সন্ত্রাসী বাহিনী মামলা তুলে নেয়ার জন্য।সকল প্রকার প্রমাণাদি এবং ঘটনার সত্যতা জানার পরও পুলিশ প্রশাসন নিরব ভূমিকার কারনে সাধারন জনগন নিরাপত্তা হিনতায় ভূকছে।
এই সমস্যা সমাধানের প্রতিকার চেয়ে উচ্চপর্যায়ে আবেদন এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা  সহযোগীতা কামনা করছেন এলাকাবাসী এবং একজন খুনি কিভাবে নৌকা পায় তা মানুষের মনে প্রশ্ন।এবং এই খুনির হাত থেকে নিস্তার চায় এলাকাবাসী একজন জুয়ারী ভূমি দস্যু খুনি নৌকার মাঝি হওয়াতে আতঙ্কিত এলাকাবাসী। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তিতাসে হত্যা মামলার ৭ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

কুমিল্লার তিতাসে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার করা উদ্দেশ্য ভাড়াটিয়া অনুপ্রবেশের সময় আটক

অযোগ্য ব্যক্তি কে নৌকা দেয়ায় জনসমর্থন না থাকায় ভাড়াটিয়া এনে নির্বাচন করার পরিকল্পনা ক্ষমতালোভী বাহারের।