কুমিল্লায় তিতাসে নির্বাচনকে কেন্দ্র করে বাহার বাহিনির তান্ডবঃ





তিতাস উপজেলা প্রতিনিধির প্রতিবেদনেঃ

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বাহারের বিরুদ্ধে  তিন জনকে হত্যা চেষ্টা অভিযোগ উঠে বিষয়টি নিশ্চিত করতে ভুক্তভোগী পরিবার এলাকাবাসী এ অভিযোগ জানান। এ বিষয়ে হাবিবুল্লাহ বাহার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি এলাকায় নেই বলে জানান পরে তার মোবাইলে ফোন করলে তিনি ফোনটি রিসিভ কর নি ০১৭৬৪৪১৬৬১। তবে চা দোকানী থেকে জানা যায় একটি মিটিংয়ে পারভেজ হোসেন সরকারের সাথে ঢাকায় আছেন বাহার চেয়ারম্যান। এ দিকে এলাকাবাসীর অভিযোগ বাহার বাহিনির তান্ডব আতঙ্কিত তারা। প্রথম দফায় হামলা চালায় তার সন্ত্রাস বাহিনী এতে বাহারের নিরব ভূমিকা আর একেরপর এক এ বর্বরোচিত হামলার কারনে আতঙ্কিত এলাকাবাসী। এবিষয়ে  ভোক্ত ভোগী পরিবার জানান শাহ আলমের খুনিদের ব্যবহার করে বাহার ও তার দল ভারি করার জন্য এ সকল কর্মকান্ড ঘটিয়ে চলেছে একজন জনপ্রতিনিধী এমন কাজে ক্ষুদ্ধ এলাকাবাসী। বাহার প্রথমে ইব্রাহিম'কে ব্যবহার করে পর তিতাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  নাছিরের সাথে কিছু বিবাদে জড়ালেও পরে স্বার্থের জন্য ইব্রাহিম'কে ত্যাগ করে এবং একপর্যায়ে বিবাদে জড়ায় এতে কলাকান্দি বাজারের ব্যবসায়ী রেজাউল করিম সেন্টু খুন করা হয় পরবর্তীতে শাহ আলম হ্যার নাটক সাজিয়ে বেশ কিছু ঘরবাড়ি ভাঙ্গচুর করে। আবারও শাহ-আলমের প্রকৃত খুনিদের এলাকায় অনুপ্রবেশ করিয়ে রক্তের খেলায় মক্ত হয়ে উঠেছে। ইতিমধ্যে বাহারের কুকর্মের বিভিন্ন কার্যকলাপ প্রকাশ পেয়েছে তার ভাতিজা হেলালের প্রকাশ্যে মদ্য পানের একটি প্রতিবেদন হোমনা টিভিতে প্রকাশ পেয়েছে তার পরও প্রশাসনের নিরবতায় উদ্ধিগ্ন এলাকাবাসী। খুনির ছেলে জাহাঙ্গীর হত্যার দিলে সেটা ফেসবুকে ছরিয়ে পরলেও প্রশাসনের নিরবতা দেখা যায় এতে চরম নিরাপত্তা হিনতায় রয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এবং বাহারের সন্ত্রাসী তান্ডব থেকে মুক্তি চায়।

সংগৃহীতঃ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তিতাসে হত্যা মামলার ৭ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

কুমিল্লার তিতাসে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার করা উদ্দেশ্য ভাড়াটিয়া অনুপ্রবেশের সময় আটক

অযোগ্য ব্যক্তি কে নৌকা দেয়ায় জনসমর্থন না থাকায় ভাড়াটিয়া এনে নির্বাচন করার পরিকল্পনা ক্ষমতালোভী বাহারের।