ক'জন মনে রেখেছে বা মনে করে দেশের জন্য বঙ্গবন্ধু নির্মম কারাবরণ করেছেনঃ

 

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ক'জন মনে রেখেছে বা মনে করে দেশের জন্য বঙ্গবন্ধু নির্মম কারাবরণ করেছেনঃ
১। ১৯৩৮- ৭ দিন
২। ১৯৪৮ - ৪ মাস
৩। ১৯৪৯- ৯ মাস
৪। ১৯৫০- ১ বছর
৫। ১৯৫১- ১ বছর
৬। ১৯৫২- ২ মাস
৭। ১৯৫৪- ৮ মাস
৮। ১৯৫৮- ৩ মাস
৯। ১৯৫৯- ১ বছর
১০। ১৯৬০- ১ বছর (কার্যতঃ গৃহবন্দি, রাজনীতি নিষিদ্ধ)
১১। ১৯৬১- ১ বছর (কার্যতঃ গৃহবন্দি,রাজনীতি নিষিদ্ধ)
১২। ১৯৬২- ৬ মাস
১৩। ১৯৬৪- ১০ মাস
১৪। ১৯৬৫- ১ বছর
১৫। ১৯৬৬- ১১ মাস
১৬। ১৯৬৭- ১ বছর
১৭। ১৯৬৮- ১ বছর
১৮। ১৯৬৯- ২ মাস
১৯। ১৯৭১- ১০ মাস
২০। ১৯৭২- ৮ দিন

কার জন্য ছিলো এই ত্যাগ ???
বিনিময়ে এই বাঙ্গালী উনাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট  উপহার দিয়েছে ১৮ টি বুলেট। 
অকৃতজ্ঞ জাতি আমরা।
তেমনি এক অকৃতজ্ঞ একজন তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বাহার। বাহারের জন্য শত শত মানুষ সক্রিয় ভাবে মাঠে কাজ করলেও আজ তাদের প্রান নেয়ার হলি খেলায় মেতে উঠেছে সন্ত্রাসী বাহার চেয়ারম্যান। বঙ্গবন্ধু যেমনি দেশের জন্য নিজের বুকের তাজা রক্ত ঝরিয়েছে দীর্ঘদিন জেল খেটেছে যারা বাহারের দুঃসময়ে পাশে ছিল তাদেরকেই বাহারা স্বার্থের জন্য হত্যা করতে চাইছে। শুধু তাই নয় তার চিরদিনের শত্রু পারভেজ হোসেন সরকারকে তিতাস ছাড়া করতে চাওয়া এবং পারভেজ হোসেন সরকার পিতাকে রাজাকার বলা এই বাহার আজ ক্ষমতার জন্য একের পর এক হত্যার উদ্দেশ্যে হামলা চালাচ্ছে এলাকাবাসী জেনো তার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস না পায়।বাহার কে খুনি মোস্তাক এর উত্তরসূরী হিসেবে ধরা হয় বঙ্গবন্ধুর সহচরে থেকে তাকে হত্যার পরিকল্পনাকারী করেছিল খুনি মোস্তাক তেমনি বাহারও এলাকার মধ্যে এমন এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিশ্বাস ঘাতকতার মাধ্যমে। তাই বাহারকে এ ইউনিয়নের খুনি মোস্তাক হিসেবে ধরা হয় জাদের কারনে আজ বাহার চেয়ারম্যান তাদের দুনিয়া থেকে সরিয়ে দিতে চায় বাহার এর জন্য ইতিমধ্যেই এলাকায় আতঙ্ক সৃষ্টির করেছেন ১ হত্যা আরো একটি হত্যার আসামীদের আশ্রয় এবং তাদের ব্যবহার করে লুঠ ও তিন জন কে হত্যা চেষ্টা চালায় সন্তাসী বাহারের লোকজন। বাহার বাহিনি হাতে জিম্মি পুরো ইউনিয়ন বাসী তার ভাতিজাদের প্রকাশ্যে পদ্যপান এবং হত্যার হুমকি এলাকায় মানুষ জন আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় রয়েছে। এ বাহার চেয়ারম্যানে সন্ত্রাসী বাহিনী হাত থেকে মুক্তি চায় এলাকাবাসি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তিতাসে হত্যা মামলার ৭ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

কুমিল্লার তিতাসে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার করা উদ্দেশ্য ভাড়াটিয়া অনুপ্রবেশের সময় আটক

অযোগ্য ব্যক্তি কে নৌকা দেয়ায় জনসমর্থন না থাকায় ভাড়াটিয়া এনে নির্বাচন করার পরিকল্পনা ক্ষমতালোভী বাহারের।