----কোর্ট ম্যারেজ এভিডেভিড ----- যা যা প্রয়োজনঃ-

 -----কোর্ট ম্যারেজ এভিডেভিড -----
যা যা প্রয়োজনঃ-

১/ দুই কপি পাসপোর্ট সাইজের  ছবি। (ছেলে মেয়ে উভয়ের)

 ২/ এন আই ডি বা জন্ম সনদ। (ছেলে মেয়ের উভয়ের)

৩/ দেনমোহর ও ওয়াশীলের পরিমান।


# বিবাহ  রেজিস্ট্রি করে নেয়া বাধ্যতামূলক, কোর্ট ম্যারেজ অতিরিক্ত সাপর্ট হিসাবে কাজ করে। আইনের দৃষ্টিতে এই বিবাহ খুব শক্তিশালী হয়।

কোর্ট ম্যারেজ আইনি ঝামেলার রক্ষা কবজ হিসাবে কাজ করে। (ছেলে বা মেয়ে পক্ষের মিথ্যা মামলা থেকে রক্ষা, সম্পর্ক টিকিয়ে রাখা ইত্যাদি)


কোর্ট ম্যারেজ প্রসেসিং সময়ঃ-


প্রথম শ্রেণীর এ্যাডভোকেট কর্তৃক স্বাক্ষর থাকবে। সরকার কর্তৃক অনুমোদিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প সিলসহ একটা প্রমানপত্র তিন কার্যদিবসের মধ্যে সমগ্র বাংলাদেশের যে কোন প্রান্তে কোরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে।


-----কোর্ট কর্তৃক তালাক প্রসেসিং -----


# স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের এফিডেভিট।


প্রয়োজনঃ 

১/এন আই ডি বা জন্ম সনদ।(শুধু মেয়ের)।

২/পাসপোর্ট সাইজের ছবি।(শুধু মেয়ের)।

৩/ প্রাক্তন স্বামীর নাম, তার পিতা-মাতার নাম ও ঠিকানা।

৪/ বিবাহের তারিখ ও দেনমোহরের পরিমান।


# স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের  এফিডেভিট।


প্রয়োজনঃ 

১/পাসপোর্ট সাইজের ছবি।(শুধু ছেলের)। 

২/ এন আই ডি বা জন্ম সনদ।(শুধু ছেলের)।

৩/প্রাক্তন স্ত্রীর নাম। তার  পিতা-মাতার নাম ও ঠিকানা। 

৪/বিবাহের তারিখ ও দেনমোহরের পরিমান।


# স্বামী-স্ত্রী উভয়ের সম্মতিতে খোলা তালাকের এভিডেভিড। 


যা যা প্রয়োজনঃ-

১/ দুই কপি পাসপোর্ট সাইজের  ছবি। (ছেলে মেয়ে উভয়ের)

 ২/ এন আই ডি বা জন্ম সনদ। (ছেলে মেয়ের উভয়ের)

৩/ দেনমোহর ও ওয়াশীলের পরিমান।

৪/ বিবাহের তারিখ ও তালাকের তারিখ। 


সময়ঃ----------

প্রথম শ্রেণীর এ্যাডভোকেট কর্তৃক  স্বাক্ষর থাকবে। সরকার কর্তৃক অনুমোদিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প সিলসহ একটা প্রমানপত্র তিন কার্যদিবসের মধ্যে সমগ্র বাংলাদেশের যে কোন প্রান্তে কোরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে।


# কোর্ট ম্যারেজ ও কোর্ট কর্তৃক তালাক এফিডেভিট খরচ জানতে ইনবক্সে মেসেজ করুন। 

ধন্যবাদ।


বিশেষ দ্রষ্টব্যঃ শরিয়ত সম্মত ভাবে বিবাহ/তালাক সম্পন্ন  ও রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তিতাসে হত্যা মামলার ৭ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

কুমিল্লার তিতাসে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার করা উদ্দেশ্য ভাড়াটিয়া অনুপ্রবেশের সময় আটক

অযোগ্য ব্যক্তি কে নৌকা দেয়ায় জনসমর্থন না থাকায় ভাড়াটিয়া এনে নির্বাচন করার পরিকল্পনা ক্ষমতালোভী বাহারের।