পোস্টগুলি

অক্টোবর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হোমনা উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি

ছবি
আরিফুল ইসলামের প্রতিবেদনেঃ  হোমনা উপজেলায় কয়টি ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি   ১, নাজিরুল হক  ২, কাশেম প্রধান  ৩, সিদ্দিকুর রহমান  ৪, আউয়াল ভান্ডারী  ৫, মোজাম্মেল হক  ৬, জসিম সওদাগর  ৭, জালাল উদ্দিন  ৮, মনিরুজ্জামান  ৯, তাজুল ইসলাম

অযোগ্য ব্যক্তি কে নৌকা দেয়ায় জনসমর্থন না থাকায় ভাড়াটিয়া এনে নির্বাচন করার পরিকল্পনা ক্ষমতালোভী বাহারের।

ছবি
  এলাকায় জনসমর্থন না থাকায় ভাড়াটিয়া এনে নির্বাচন করার পরিকল্পনা সন্ত্রাসী সেন্টু।র খুনি বাহারের। আরিফুল ইসলাম এর প্রতিবেদনঃ কুমিল্লার তিতাস উপজেলা ৫ নং কলাকান্দি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা অযোগ্য ব্যক্তির হাতে যাওয়ায়  এলাকাবাসী ক্ষুব্ধ। এই ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের ক্ষোভ চরমে একজন অযোগ্য ব্যক্তির হাতে কিভাবে নৌকা যায় এর জন্য তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সমর্থন শূন্য হওয়ায় বাহার এলাকার মধ্যে পূর্বে তার লোকজনের হামলা মামলা ও হত্যার হুমকি দেয়ায় এবার এলাকাবাসি ও বিভিন্ন রাজনৈতিক পর্যায়ের লোকজন বাহারের এবং তার লোকজনের সন্ত্রাসী কর্মকান্ডে একজোট হওয়ায় সমর্থ শূন্য হয়েছে বাহার। নির্বাচনের পূর্বে দুই যুবক হত্যা চেষ্টা চালায় এই বাহার বাহিনী যদিও ভোক্তভোগীপরিবারের দাবি হত্যা চেষ্টা মূল হুকুম দাতা বাহার চেয়ারম্যান যদিও মামলায় তার নাম নেই তবে তার দুই ভাতিজা খাইরুল,শওন, মদ খোর হেলাল, হেরন, দিকু, ইরন মোহাম্মদ আলী,রমজান, বশির, জাহাঙ্গীর, বাহারের এই সন্ত্রাসী বাহিনীর নামে একাধিক মামলা রয়েছে বলে তিতাস থানায় জানাগেছে। তবে থেমে নেই বাহার বাহিনী নির্বাচনকে ইতিমধ্যে কলাক

নির্বাচনকে কেন্দ্র বাহারের সন্ত্রাসী বাহিনীর হত্যার হুমকি

  কুমিল্লার তিতাসে নির্বাচনকে কেন্দ্র করে বাহার বাহিনীর সন্ত্রাসী তাণ্ডব। আরিফুল ইসলাম তিতাস থেকেঃ কুমিল্লার তিতাসে নির্বাচনীয় আধিপত্য বিস্তারের জন্য একের পর এক হামলার শিকার হচ্ছে নিরিহ মানুষ। এ ঘটনা সরজমিনে গিয়ে জানা যায় কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বাহার ক্ষমতার জন্য শাহ আলমের খুনি দের এলাকায় এনে তাদের ব্যবহার করে একের পর এক সন্ত্রাসীকাজ চালিয়ে জাচ্ছে। গোপন সূত্রে জানা যায় শাহ আলমের হত্যার পেছনে বাহার চেয়ারম্যানের হাত আছে পারিবারিক দ্বন্দ্বের কারণে তারই বংশের লোকজন হেরণ ইরণ হারুন আনোয়ার সহ নাম-না-জানা আরও একাধিক লোক মিলে শাহ আলমকে নিঃসংশ ভাবে হত্যা করে এই বাহারের নির্দেশে। বাহারও ক্ষমতার জন্য কলাকান্দি গ্রামের রেজাউল করিম সেন্টুকে বাহার নাসিরের ছত্রছায়ায় থেকে নৃশংসভাবে খুন করে এই বাহার। বাহারের বংশের লোকজনের নামে একাধিক হত্যা লুটপাট ভূমি দখল একাধিক মামলার রয়েছে বাহারের সন্ত্রাসী বাহিনীর নামে। এরই ধারাবাহিকতায় নির্বাচনকে সামনে রেখে পূর্ব শত্রুতার জের ধরে তিতাসের দুই যুবক হত্যার চেষ্টা চালায় বাহারের সন্ত্রাসী বাহিনীরা। এবং একজন মাছ ব্যবসায়ী আঃআউয়ালের বাড়িতে হামলা চালিয়ে ২ লক্ষ

তিতাসে আসন্ন কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মোঃ ইব্রাহীম সরকার।

ছবি
জনপ্রিয়তার শীর্ষে ইব্রাহিম সরকার    তিতাসে আসন্ন কলাকান্দি ইউনিয়ন পরিষদ  নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন  মোঃ ইব্রাহীম সরকার।  ______________________________________ আরিফুল ইসলাম  (কুমিল্লা) থেকেঃ- বুধবার (১৩ অক্টোবর) বেলা ৩ ঘটিকায় তিতাস উপজেলা শিক্ষা অফিসার ও নির্বাচন কালীন রির্টানিং অফিসার মো.শরিফ রফিকুল ইসলাম কাছ মো.ইব্রাহীম সরকার স্বতন্ত্র চেয়ারম্যান  প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা প্রদান করে। এসময় ইব্রাহিম সরকারের সাথে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আউয়াল, মামুন সরকার, আক্তার হোসেন, জামাল সরকার, জালাল, গিয়াস উদ্দিন, জাহিদ মিয়া,পারভেজ, নীলয় হাসান, বাছির, সেলিম, নাজির ভূঁইয়া,প্রমুখ সহ আরো অনেকেই।  এসময় তিনি কলাকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণ এর নিকট দোয়া প্রার্থনা কামনা করেন।

প্রতিটি ইউনিয়ন পরিষদের জন্য প্রতি বছর সরকার যে পরিমাণ বরাদ্দ দেয় তা দিয়ে একজন চেয়ারম্যান চাইলে তার পুরা ইউনিয়নকে স্বর্ণ দিয়ে বাধিয়ে দিতে পারে।"

ছবি
  আরিফুল ইসলাম (সোহেল)এর প্রতিবেদনেঃ । সবার জানা দরকার... একটি ইউনিয়ন পরিষদ কি পাচ্ছে আর জনগণকে কি দিচ্ছে ? ভোট দিবেন কাকে ? ভেবেছেন কি  একবার ? বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে যে সেবা আমাদের পাবার কথা তা কি আমরা পাচ্ছি ? ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের মজবুত ও শক্তিশালী একটি প্রতিষ্ঠান। সরকারের পাশাপাশি বিশ্ব ব্যাংকও বড় অংকের অনুদান প্রদান করে থাকে ইউনিয়ন পরিষদে।  আয়তন লোকসংখ্যা ও লোকেশন বিবেচনায় বিশ্ব ব্যাংকের এলজিএসপি-৩ এর আওতায় প্রকল্পের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে বছরে ২৫ লাখ থেকে ১কোটি টাকা পর্যন্ত দিয়ে থাকে।  উল্লেখ্য যে, এই টাকাগুলো কোন ঝক্কি-ঝামেলা কিংবা উপরি দেয়া ছাড়াই সকল দলের চেয়ারম্যানদের ইউপিগুলোতে চলে আসে। ইট-ঢালাই, রাস্তা,কালভার্ট,বাচ্চাদের স্কুল ব্যাগ, প্রাচীর, বেসরকারী উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য আধুনিক মানের ড্রেসিং/ বাথরুম বানানো /এমন আরও হরেক রকম কাজে ব্যয় করা যায়  এই টাকাগুলো।  নরমাল হিসেব করলেও প্রতিজন চেয়ারম্যান শুধু বিশ্ব ব্যাংক থেকে ৫ বছরে পায় দেড় থেকে পাচ কোটি টাকা। যে টাকা দিয়ে অনায়াসে একটা ইউনিয়ন সুন্দর ভাবে সাজানো সম্ভব। তারপর আরও আছে যেমনঃ-  কর্মসৃজন

আসন্ন কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের পছন্দের চেয়ারম্যান প্রার্থী মো.ইব্রাহিম সরকারের পক্ষে জেগে উঠেছে জনতা

ছবি
ইব্রাহিম সরকারেরব নির্বাচনী প্রচারনায় মূখরিত এলাকাবাসী   এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)।। কুমিল্লার তিতাস উপজেলার আসন্ন ৫ নং কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের পছন্দের চেয়ারম্যান প্রার্থী মো.ইব্রাহিম সরকারের পক্ষে জেগে উঠেছে স্থানীয় জনতা।শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে কলাকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগ নেতা মো.ইব্রাহিম সরকারের পক্ষে স্থানীয় জনতা কলাকান্দি বাজার থেকে একটি মিছিল নিয়ে কালাচান্দকান্দি, হাড়াইকান্দি গ্রাম হয়ে কলাকান্দি বাজারে এসে মিছিলটি শেষ করেন।মিছিলে উপস্থিত ছিলেন মো.ফরিদ উদ্দিন মেম্বার,কবির সরদার,মো.কামাল হোসেন,মো.আনিস মোল্লা,মো.গিয়াস উদ্দিন,মাওলানা আব্দুল আউয়াল,আল মামুন,গোলজার হোসেন সরকার, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন সরকার, মো.আক্তার হোসেন,নুরে আলম,জামাল হোসেন সরকার, বাবুল মাস্টার,আবুল কাসেম, মো.মুকুল, মো.বিল্লাল হোসেন,ছাত্র লীগ নেতা মো.জাহিদ, মো.পারভেজ হোসেন, আহমেদ শেখ ফরিদ,নিলয় হাসান, মো.সেলিম,মো.রুবেল, রাসেল ও রফিকসহ স্থানীয় জনতা ইব্রাহিম সরকারকে চেয়ারম্যান হেসেবে পেতে চাই স্লোগানে মুখরি

ক'জন মনে রেখেছে বা মনে করে দেশের জন্য বঙ্গবন্ধু নির্মম কারাবরণ করেছেনঃ

ছবি
  জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ক'জন মনে রেখেছে বা মনে করে দেশের জন্য বঙ্গবন্ধু নির্মম কারাবরণ করেছেনঃ ১। ১৯৩৮- ৭ দিন ২। ১৯৪৮ - ৪ মাস ৩। ১৯৪৯- ৯ মাস ৪। ১৯৫০- ১ বছর ৫। ১৯৫১- ১ বছর ৬। ১৯৫২- ২ মাস ৭। ১৯৫৪- ৮ মাস ৮। ১৯৫৮- ৩ মাস ৯। ১৯৫৯- ১ বছর ১০। ১৯৬০- ১ বছর (কার্যতঃ গৃহবন্দি, রাজনীতি নিষিদ্ধ) ১১। ১৯৬১- ১ বছর (কার্যতঃ গৃহবন্দি,রাজনীতি নিষিদ্ধ) ১২। ১৯৬২- ৬ মাস ১৩। ১৯৬৪- ১০ মাস ১৪। ১৯৬৫- ১ বছর ১৫। ১৯৬৬- ১১ মাস ১৬। ১৯৬৭- ১ বছর ১৭। ১৯৬৮- ১ বছর ১৮। ১৯৬৯- ২ মাস ১৯। ১৯৭১- ১০ মাস ২০। ১৯৭২- ৮ দিন কার জন্য ছিলো এই ত্যাগ ??? বিনিময়ে এই বাঙ্গালী উনাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট  উপহার দিয়েছে ১৮ টি বুলেট।  অকৃতজ্ঞ জাতি আমরা। তেমনি এক অকৃতজ্ঞ একজন তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বাহার। বাহারের জন্য শত শত মানুষ সক্রিয় ভাবে মাঠে কাজ করলেও আজ তাদের প্রান নেয়ার হলি খেলায় মেতে উঠেছে সন্ত্রাসী বাহার চেয়ারম্যান। বঙ্গবন্ধু যেমনি দেশের জন্য নিজের বুকের তাজা রক্ত ঝরিয়েছে দীর্ঘদিন জেল খেটেছে যারা বাহারের দুঃসময়ে পাশে ছিল তাদেরকেই বাহারা স্বার্থের জন্য হত্যা করতে চাইছে। শুধু তাই নয় তার চিরদিনের

বাংলাদেশের চলমান মেঘা প্রজেক্ট শেষ হওয়ার সম্ভাব্য সময়ঃ

ছবি
 তিতাস উপজেলা প্রতিনিধির প্রতিবেদনেঃ পায়রা সেতু - নভেম্বর  ২০২১ খুলনা রেল সেতু - জুন ২০২২ বেকুটিয়া সেতু - জুন ২০২২ মিরপুর -কালশী ফ্লাইওভার - জুন  ২০২২ কালনা সেতু - জুন ২০২২ ৩য় শীতলক্ষ্যা সেতু - জুন২০২২ ঢাকা - টাঙ্গাইল ৪ লেন - জুন ২০২২ বনানী - এয়ারপোর্ট এক্সপ্রেসওয়ে - জুন ২০২২ পদ্মা সেতু -জুন ২০২২ ভাঙা মাওয়া রেল - জুন ২০২২ লোহালিয়া সেতু - জুলাই ২০২২ গোমা সেতু - আগস্ট ২০২২ নড়াইল - খুলনা সেতু -ডিসেম্বর ২০২২ চট্টগ্রাম - কক্সবাজার রেল -ডিসেম্বর ২০২২ কুলাউড়া - শাহবাজপুর রেল - ডিসেম্বর ২০২২ মেট্রোরেল - আগারগাঁও - উত্তরা - ডিসেম্বর ২০২২ বঙ্গবন্ধু হাইটেক পার্ক ( সিলেট,রাজশাহী) - ডিসেম্বর ২০২২ খুলনা - মংলা রেল ওয়ে  - ডিসেম্বর ২০২২ জয়দেবপুর - ঢাকা ডাবল রেললাইন  - ডিসেম্বর ২০২২ বিআরটি -৩ - জানুয়ারি ২০২৩ পূর্বাচল এক্সপ্রেসওয়ে - মার্চ ২০২৩ কর্ণফুলী টানেল - মার্চ ২০২৩ রামপাল বিদ্যুৎ - এপ্রিল ২০২৩ যমুনা রেল সেতু - জুন ২০২৩ মাতারবাড়ি বিদ্যুৎ - ডিসেম্বর  ২০২৩ রূপপুর পারমাণবিক -১ - ডিসেম্বর ২০২৩ ঢাকা -মাওয়া রেল - ডিসেম্বর ২০২৩ ঢাকা - রংপুর ৪ লেন - জানুয়ারি ২০২৪ যশোর - ঝিনাইদহ ৪ লেন - জানুয়ারী ২০২৪ কমলাপু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কলাকান্দি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইব্রাহিম সরকার

ছবি
  এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)থেকেঃ কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগ নেতা মো.ইব্রাহিম সরকার হিন্দু সম্প্রাদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বানী প্রদান করেছেন।বানীতে যুবলীগ নেতা মো. ইব্রাহিম সরকার বলেন, ভাঙালী হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা আমাদের কুমিল্লা জেলার তিতাস উপজেলা সহ বিভিন্ন উপজেলায় সার্বজনীন শারদীয় দুর্গা উৎসবের শুরু হয়।প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে জেনে আমি খুব আনন্দিত।শারদীয় দুর্গােৎসব উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের হিন্দু সম্প্রাদায়ের সকলকে অন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।বানীতে যুবলীগ নেতা ইব্রাহিম সরকার আরও বলেন,দুর্গাপূজার সাথে মিশে আছে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয় এক সামাজিক উৎসবও।দুর্গােৎসব উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে আত্মীয় - স্বজন,বন্ধু বান্ধব,পরিবার -পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন এবং অর্চনার পাশাপাশি সকলে আনন্দ উৎসবে মিলিত হন।তাই এ উৎসব সার্বজনীন। শারদীয় দুর্গােৎসব উপলক্ষে আমি তিতা

কুমিল্লায় তিতাসে নির্বাচনকে কেন্দ্র করে বাহার বাহিনির তান্ডবঃ

ছবি
তিতাস উপজেলা প্রতিনিধির প্রতিবেদনেঃ কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বাহারের বিরুদ্ধে  তিন জনকে হত্যা চেষ্টা অভিযোগ উঠে বিষয়টি নিশ্চিত করতে ভুক্তভোগী পরিবার এলাকাবাসী এ অভিযোগ জানান। এ বিষয়ে হাবিবুল্লাহ বাহার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি এলাকায় নেই বলে জানান পরে তার মোবাইলে ফোন করলে তিনি ফোনটি রিসিভ কর নি ০১৭৬৪৪১৬৬১। তবে চা দোকানী থেকে জানা যায় একটি মিটিংয়ে পারভেজ হোসেন সরকারের সাথে ঢাকায় আছেন বাহার চেয়ারম্যান। এ দিকে এলাকাবাসীর অভিযোগ বাহার বাহিনির তান্ডব আতঙ্কিত তারা। প্রথম দফায় হামলা চালায় তার সন্ত্রাস বাহিনী এতে বাহারের নিরব ভূমিকা আর একেরপর এক এ বর্বরোচিত হামলার কারনে আতঙ্কিত এলাকাবাসী। এবিষয়ে  ভোক্ত ভোগী পরিবার জানান শাহ আলমের খুনিদের ব্যবহার করে বাহার ও তার দল ভারি করার জন্য এ সকল কর্মকান্ড ঘটিয়ে চলেছে একজন জনপ্রতিনিধী এমন কাজে ক্ষুদ্ধ এলাকাবাসী। বাহার প্রথমে ইব্রাহিম'কে ব্যবহার করে পর তিতাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  নাছিরের সাথে কিছু বিবাদে জড়ালেও পরে স্বার্থের জন্য ইব্রাহিম'কে ত্যাগ করে এবং একপর্যায়ে বিবাদে জড়ায় এতে কলা

আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে খেলাফত মজলিস স্বকীয়-স্বাতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ময়দানে ভূমিকা রাখবে : অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক

  কেন্দ্রীয় মজলিসে শূরার বিশেষ অধিবেশন শেষে প্রেস ব্রিফিং ঢাকা, ০১ অক্টোবর ২০২১: আজ বিকাল ৪টায় রাজধানীর নয়াপল্টনস্থ সীগাল রেস্টুরেন্টে খেলাফত মজলিস আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ খেলাফত মজলিস একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে স্বকীয়-স্বাতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ময়দানে ভ‚মিকা অব্যাহত রাখার এবং এখন থেকে ২০ দলীয় জোটসহ সকল রাজনৈতিক জোটের সাথে সম্পর্ক ত্যাগ করার ঘোষণা দেয়া হয়। এর আগে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার বিশেষ অধিবেশনে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। ব্রিফিং-এ সংগঠনের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে খেলাফত মজলিসের অবস্থান জাতির সামনে উপস্থাপিত লিখিত বক্তব্যে বলা হয়,  খেলাফত মজলিস একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে জাতির প্রয়োজনে সর্বদা সক্রিয় ভ‚মিকা পালন করে আসছে। নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রামে খেলাফত মজলিস বিশ্বাসী। একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে দীর্ঘ তিন দশকেরও অধিক সময় রাজনৈতিক অঙ্গনে দেশ, জাতি, ইসলাম ও জনগণের পক্ষে ইতিবাচক ভ‚মিকা পালন করে আসছে। খেলাফত মজলিস মনে করে,

লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাংচুর

ছবি
  সংগৃহিতঃ দীর্ঘদিন ধরেই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপতৎপরতা চালিয়ে আসছে তারেক রহমান। এবার টাকা দিয়ে লেবার পার্টির বিরোধী পার্টির নামে তারেকের ভাড়া করা লোক বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছে বলে তথ্য পাওয়া গেছে।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা

  ব্রেকিং নিউজঃ কুমিল্লার বুড়িচং উপজেলার বাগড়া টু কুমিল্লা সড়কের  কালিকাপুর বাজারের দক্ষিণ পাশে বালুবাহী ড্রাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে পড়ে যায়....। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সাড়ে ১০টার দিকে........

কলাকান্দি ইউনিয়নে বাহার চেয়ারম্যানের সন্ত্রাসী তান্ডবে আতঙ্কিত এলাকাবাসী।

ছবি
  তিতাস উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলামের প্রতিবেদনেঃ  কুমিল্লা জেলার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের রেজাউল করিম সেন্টু হত্যা (২০১৪)বাহার চেয়ারম্যাম এর আগে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পদক আরিফুল ইসলাম মুন্সি গুলি করে হত্যা চেষ্টা কারি এই বাহার ২০১৫ সালে ফরিদ হত্যা চেষ্টা করেন এতে ব্যার্থ হয়। পারিবাড়িক কলহের কারনে তার পালিত সন্ত্রাসী হেরন, ইরন, হারুন, আনোয়ার, বশির, রমজান, সহ অঙ্গাত আরো ১০-১২জন তার ইশারায় হাড়াইকান্দি গ্রামের শাহ্আলম হত্যা করে। এরি সূত্রধরে তার প্রতিদন্দি লোকজনের বাড়ি ঘর ভাঙ্গচুর করে নির্বাচনের ফরদা নেয়।তার মামাতো ভাই কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক তিতাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কে ব্যবহার করে ক্ষমতার দাপটে নির্বাচনে জয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয় বাহার নাছির এবং তার বাল্যবন্ধু ইব্রাহিমের  কারনে আধিপত্য না দেখাতে পারায় ক্ষমতা লোভী বাহার স্বার্থের জন্য উপজেলা চেয়াম্যানের পিতাকে রাজাকার ও নৌকা না দেয়া এবং তিতাস ছাড়া করার জন্য মানব বন্ধন করেন রাজপথে সোহেল শিকদারের অনুসারী বাহার চেয়ারম্যান । পরবর্তীতে

আসন্ন কলাকান্দি ইউপি নির্বাচনে জনগণের পছন্দের চেয়ারম্যান পদ-প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম সরকার

ছবি
 এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)থেকেঃ এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)থেকেঃ আসন্ন কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের পছন্দের গ্রহণযোগ্য চেয়ারম্যান পদ-প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো.ইব্রাহিম সরকারের নাম মানুষের মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে।তাঁকে ঘিরেই যেনো নানা আলাপ-আলোচনা করছেন কলাকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণ।তাঁরা আছেন তফসীলের অপেক্ষায়।যদিও কলাকান্দি ইউনিয়নের তফসীল এখনো দেয়া হয়নি।তাঁরপরও কমর বেঁধে এই ইউনিয়নের  চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম সরকারের পক্ষে আগাম নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে পড়েছেন তার সমর্থক গোষ্ঠী।সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক খুললেই চোঁখে পড়ে ইব্রাহিম সরকারের ব্যানার-ফেস্টুনী।ওই ব্যানার-ফেস্টুনীতে লেখা থাকে উপজেলা আওয়ামী যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো.ইব্রাহিম সরকারকে নৌকা প্রতিকে কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে পেতে চাই।এদিকে কলাকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের একাধিক মুরব্বীর সূত্রে জানা যায়, কলাকান্দি ইউনিয়ন পরিষদটি রক্ষা করতে হলে ইব্রাহিম সরকারের বিকল্প নেই।তাঁরা বলেন,মানুষরুপি হিংস দানবের দলের কালো থাবায় একের পর এক ঘটনা ঘটছে কলাকান্দি ইউনিয়নে।এই দ